টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা থাইল্যান্ডে কাজে যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছেই বিপত্তি। স্পাইসজেটের অব্যবস্থাপনার কারণে বিমানের বোর্ডিংয়ে দেরি হয়। ৫ ঘণ্টা ধরে যাত্রীদের অপেক্ষা করতে হয়। বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণা করা হয় না। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন।
এক বিমানকর্মীর সঙ্গে যাত্রীদের কথা কাটাকাটি শুরু হয়। তৃণাও এই ঘটনার প্রত্যক্ষদর্শী হন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে স্পাইসজেটের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
তৃণা লিখেন, “এই ভিডিওটা খুবই ছোট্ট একটা প্রমাণ। স্পাইসজেট কীভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ৫ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল। বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণা নেই। ক্ষমাও চাননি তাঁরা। উলটে স্পাইসজেটের এক কর্মী যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই ধরনের আচরণ কি সত্যিই কাম্য?”
তৃণা স্পাইসজেটের কর্তৃপক্ষকে সোজা জানিয়েছেন, “এই ধরনের আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন আশা করি সেটা জানানো হবে!”