ভারত

অসমে কংগ্রেসকে মাত দিল তৃণমূল! হুংকার দিলেন অভিষেক

 

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় আসন সমঝোতা নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে টানাপড়েন চলছে। সেই আবহে এবার কংগ্রেসকে সরাসরি বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অসমের উত্তর কাছাড় পাহাড় স্বায়ত্তশাসিত পর্ষদের (এনসিএইচএসি) নির্বাচনের ফলাফলকে সামনে রেখে অভিষেক বলেন, “প্রথম বার এনসিএইচএসি-র নির্বাচনে লড়াই করেও প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল। যেখানে কংগ্রেসই প্রধান বিরোধী দল।”

এনসিএইচএসি ভোটে বড় জয় পেয়েছে বিজেপি। পর্ষদের মোট আসন সংখ্যা ৩০। দু’টি আসনের প্রার্থীরা মনোনীত হয়ে থাকেন। বাকি ২৮টি আসনে ভোট হয়। তার মধ্যে ছ’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি। এ বার ভোট হয়েছে ২২টি আসনে। তার মধ্যে ১৯টিই দখল করেছে গেরুয়া শিবির। অন্য দিকে, কংগ্রেসে ২২টিতে লড়েও তাদের ঝুলি শূন্য। এই ভোটে প্রথম বার অংশগ্রহণ করেছিল বঙ্গের শাসকদল তৃণমূল। তারা ১১টি আসনে প্রার্থী দিয়েছিল।

কোনও আসনে জিততে না পারলেও ভোটের ফলাফলে দেখা গিয়েছে, ওই ১১টি আসনে মোট প্রাপ্ত ভোটের হারে কংগ্রেসের থেকে এগিয়ে তৃণমূল। তারা পেয়েছে ১২.৪০ শতাংশ ভোট। ওই ১১টি আসনের হিসাবে কংগ্রেস ৮.৮৭ শতাংশ ভোট পেয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.