শুক্রবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের জন্য দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর রাত ৯টার দিকে ইডির আধিকারিকরা বাড়ি থেকে বেরিয়ে যান।
তল্লাশির পর সুজিত বসু সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, “আমি পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসব।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করে সুজিত বলেন, “শুভেন্দু অধিকারী নিজেই দুর্নীতিবাজ। তার পরিবারে দুর্নীতি রয়েছে। তিনি নিজেই জেলে গেছেন। এখন অন্যদের চোর বলে মিথ্যাচার করছেন।”
সুজিত বলেন, “পুর নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক উদ্দেশ্য। তারা তৃণমূল কংগ্রেসকে হয়রানি করতে চাইছে।”তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস এই তল্লাশির জবাব রাজনৈতিকভাবেই দেবে।”