কংগ্রেসের ডাকা শনিবারের ইন্ডিয়া মঞ্চের শীর্ষ নেতাদের ভিডিয়ো বৈঠকে যোগ দেবেন না তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, বৈঠকের বিষয়ে তাদের শেষ মুহূর্তে জানানো হয়েছে এবং নির্দিষ্ট করে কোনও আলোচ্যসূচিও দেওয়া হয়নি।
বৈঠকে আসন রফা, ইম্ফল থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখা হবে বলে কংগ্রেস জানিয়েছে। তবে তৃণমূলের দাবি, বৈঠকে নীতীশ কুমারকে ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক করার প্রস্তাবটি নিয়েও কথা পাকা হওয়ার কথা রয়েছে। আর এই প্রস্তাবে তৃণমূলের অমত রয়েছে।
তৃণমূলের নেতারা বলছেন, ইন্ডিয়া মঞ্চের সব দলের মধ্যে নীতীশ কুমারের সেই গ্রহণযোগ্যতা নেই। তারা আরও বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীওয়াল যৌথ ভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের নামই আহ্বায়ক এবং জোটের মুখ হিসাবে তুলে ধরার প্রস্তাব দিয়েছিলেন।
তৃণমূলের অনুপস্থিতিতে বৈঠকে নীতীশ কুমারকে আহ্বায়ক করার প্রস্তাবটি নিয়েই যদি সিলমোহর লাগিয়ে দেয় কংগ্রেস এবং উপস্থিত বাকি দলের নেতারা, তাহলে কি করবেন? তৃণমূলের এক শীর্ষ নেতা বলেছেন, “সে ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমাদের যা মতামত, তা আমরা ১৯ ডিসেম্বরের নয়াদিল্লির ইন্ডিয়া মঞ্চের বৈঠকেই জানিয়ে দিয়েছি।”