এ আর রহমান। বিশ্ববিখ্যাত ভারতীয় সুরকার। তার সুরের জাদুতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু এমন একজন মানুষও ছিলেন যে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সেই মানুষটি হলেন এ আর রহমান নিজেই।
এক সাক্ষাৎকারে রহমান জানান, তার ক্যারিয়ারের শুরুটা খুব একটা সুবিধাজনক ছিল না। অনেক কাজই তার কাছে আসত না। একসময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে আত্মহত্যার কথা ভাবতে শুরু করেছিলেন।
সেই সময় তার মা তাকে বলেছিলেন, “অন্যদের জন্য যখন বাঁচতে শুরু করবে, তখন এই ধরনের খেয়াল আসবে না।” রহমানের মায়ের এই কথাগুলো তাকে অনেক সাহস জুগিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে অন্যদের জন্য কাজ করাই তার জীবনের লক্ষ্য।
এরপর থেকেই রহমান অন্যদের জন্য কাজ করতে শুরু করেন। তিনি গান লিখতে, সুর দিতে শুরু করেন। তার এই পরিশ্রমের ফলে তিনি একের পর এক সাফল্য অর্জন করেন। আজ তিনি বিশ্বের অন্যতম সফল সুরকার।