গত ডিসেম্বর মাসে দেব বলেছিলেন, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা তা নিয়ে এখনও ভাবার জায়গায় আসেনি। কিন্তু বুধবার কালীঘাটের দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেবকে ‘গুড বয়’ সার্টিফিকেট পেয়ে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “দল যা নির্দেশ দেবে তা আমি পালন করব।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দেব একটা ভালো ছেলে। শিল্পী মানুষ। ও অত্যন্ত ভালো। দেব আমাদের দলের সম্পদ।” তিনি ঘাটাল সাংগঠনিক জেলাকে উদ্দেশ্য করেই প্রশ্ন করেন, “কাদের জন্য দেব দাঁড়াতে চাইছে না। কেন এমন হবে? তোরা কি করছিস?”
২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলে পূর্ব মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে ৮৩ হাজারেরও বেশি ভোটে জিতিয়েছিলেন প্রার্থী দেব। লোকসভা নির্বাচনের মার্কশিটে সেই ফলাফল অধরা রাখতেই এবারও মমতা যে টলিউড সুপারস্টারকেই প্রার্থী হিসেবে চাইছেন, তা এদিনের বৈঠকে পরিষ্কার হয়ে ওঠে।
তাহলে কি ঘাটালে ফের দেবকেই প্রার্থী করছে তৃণমূল? উত্তর এখনও অজানা। তবে দেবের ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর ‘গুড বয়’ সার্টিফিকেট দেখে মনে হচ্ছে, ফের ঘাটালে দেবকেই প্রার্থী করতে চাইছে তৃণমূল।