অঞ্জু শর্মা। গুজরাতের একজন কৃতি মেয়ে। তিনি মাত্র ২২ বছর বয়সে আইএএস অফিসার হয়েছেন। তার এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।অঞ্জু শর্মা ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। কিন্তু দশম শ্রেণির মিড টার্ম পরীক্ষায় রসায়নে ফেল করেন। এই ব্যর্থতায় তার পরিবার এবং বন্ধুবান্ধবরা তাকে নিরুৎসাহিত করে। তারা তাকে বলে যে, সে পড়াশোনায় ভালো করতে পারবে না। তাকে পড়াশোনা ছেড়ে দিতে বলে।
কিন্তু অঞ্জু শর্মা ভেঙে পড়েননি। তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তিনি আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যান। তিনি জানতেন যে, দশম শ্রেণির মিড টার্ম পরীক্ষায় ফেল করা মানেই তার জীবন শেষ হয়ে গেছে না।
অঞ্জু শর্মা দ্বাদশ শ্রেণিতে বোর্ডের পরীক্ষায় রসায়নে স্টার পেয়ে পাশ করেন। এই সাফল্য তার পরিবার এবং বন্ধুবান্ধবদের মুখ বন্ধ করে দেয়।কলেজে পড়াকালীন অঞ্জু শর্মা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি জানতেন যে, এই পরীক্ষাটি খুবই কঠিন। কিন্তু তিনি মনোবল হারাননি। কঠোর পরিশ্রম করে তিনি প্রথমবারেই ইউপিএসসি পরীক্ষায় সফল হন।
অঞ্জু শর্মার সাফল্যের গল্প আমাদের শিক্ষা দেয় যে, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের লক্ষ্য অর্জন করতে পারি।