বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তাঁর গানের সুরে মুগ্ধ হয়েছেন গোটা বিশ্বের মানুষ। সাফল্যের শীর্ষে পৌঁছালেও অরিজিৎ এখনও সেই একই সাদামাটা মানুষ। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারে সঞ্চালক অরিজিৎকে প্রশ্ন করেন, ‘মানুষ হয়তো মনে মনে ভাবে আপনার কাছে ৫০০ কোটি টাকা আছে। বা ধরুন কেউ ভাবে আপনার ক্যালিফোর্নিয়ায় একটা বাংলো আছে। অনেকের মনে হয় রোজ রাতে আপনি পার্টি করেন, অথবা সিনেমায় গান করার জন্য এক কোটি টাকা পান। এমন অনেক ধারনা রয়েছে মানুষের মধ্যে। তবে সত্যিটা মানুষ জানে না। বা জানার সম্ভাবনাও খুব কম। এক একজন আপনার সম্পর্কে এক একরকম ভাবে। আসলে আপনি কেমন?’
সঞ্চালকের প্রশ্নের উত্তরে অরিজিৎ বলেন, ‘মানুষের ধারণা আর আমার বাস্তবতায় অনেক পার্থক্য আছে। আমার কাছে ৫০০ কোটি টাকা নেই। ক্যালিফোর্নিয়ায় বাংলো নেই। রোজ রাতে পার্টি করি না। সিনেমায় গান করার জন্য এক কোটি টাকাও পাই না। আমি আসলে একটা সাধারণ মানুষ। আমার জীবনে অনেক কিছুই আছে, যেগুলো মানুষ জানে না।’
তিনি আরও বলেন, ‘আমার নামটা এখন একটা পারসেপশন হয়ে গিয়েছে। মানুষ আমার নামটাকে অনেক গুরুত্ব দেয়। আমার নিজের কাছেও নামটা বিরক্তিকর লাগে কখনও কখনও। একটা সময় এরকমও হয়েছিল নিজের গান শুনলেই বিরক্ত লাগত। এখন আর সেটা হয় না। অভ্যস্ত হয়ে গিয়েছি।’