বিনোদন

‘মেন্টাল’ ছবির ট্রেলার প্রকাশ হতেই পুলিশের দ্বারস্থ হতে হলো নির্মাতাদের! কিন্তু কেন?

 

যশ-নুসরত অভিনীত ‘মেন্টাল’ ছবির ট্রেলার প্রকাশের আগেই ভুয়ো ইউটিউব চ্যানেল বন্ধ করল পুলিশ। সোমবার ছিল অভিনেত্রী নুসরত জাহানের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ট্রেলার নিয়ে অনুরাগীদের উৎসাহে খুশি দুই তারকা। এ দিকে অন্য এক সমস্যার সম্মুখীন যুগল। সমাজমাধ্যমে যশের প্রযোজনা সংস্থার (ওয়াইডি ফিল্মস) একটি নকল প্রোফাইল খোলা হয়েছে! সেখান থেকে একই কনটেন্ট পোস্ট করা হয়েছে।

বেশ কিছু দিন ধরেই ইউটিউবে এই ভুয়ো প্রোফাইলটি সক্রিয় ছিল। ঘনিষ্ঠদের তৎপরতায় বিষয়টি নজরে আসে যশরতের। সম্প্রতি ‘মেন্টাল’ ছবির গান প্রকাশ্যে আসে। তার পর থেকেই ওই ভুয়ো প্রোফাইলের কারসাজি শুরু হয়। সোমবার সেখানে ছবির ট্রেলার প্রকাশ করে দাবি করা হয় সংশ্লিষ্ট প্রোফাইলটিই প্রযোজনা সংস্থার আসল ইউটিউব চ্যানেল।

বিষয়টি নজরে আসতেই সোমবার কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানান নুসরত। তার পর রাতের মধ্যেই ফেক প্রোফাইলটিকে বন্ধ করে দিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

তাঁদের প্রযোজনা সংস্থার অধীনে প্রথম ছবি ‘মেন্টাল’। নতুন পথ চলার আগে বাধা সৃষ্টির জন্যই যে এই ধরনের সমস্যা তৈরি করা হচ্ছে, সে কথা মেনে নিলেন নুসরত। যশ ও নুসরত কি মনে করছেন তাঁরা ইন্ডাস্ট্রির ‘গোষ্ঠী’ বা কোনও রকম ‘রাজনীতি’র শিকার?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.