কলকাতার এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার দুপুর ৩.৪৫ মিনিটে ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ রাশিদ খান।
ক্যান্সারের সঙ্গে বহু বছর ধরে লড়াই করছিলেন উস্তাদ রাশিদ খান। এর মধ্যেই স্ট্রোকের আক্রান্ত হয়ে গত ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি।
রামপুর-সহসওয়ান গায়কির শিল্পী ছিলেন উস্তাদ রাশিদ খান। এই ঘরানারই শিল্পী উস্তাদ নিসার হুসেনের কাছে তালিম নেন তিনি। পণ্ডিত ভীমসেন জোশীর খুবই কাছের মানুষ ছিলেন রাশিদ। তাঁকে দেশের শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ বলেছিলেন পণ্ডিতজি। নিয়মিত তাঁদের মধ্যে সঙ্গীত নিয়ে চর্চা হতো।
শাস্ত্রীয় সঙ্গীতের ভিত হলেও বলিউড ও টলিউডের একাধিক সিনেমায় গান গেয়েছেন উস্তাদ রাশিদ খান। ‘জব উই মেট’ সিনেমায় ‘আওগে যব তুম সজনা’ গানের মাধ্যমে সারা দেশের মন জয় করে নেন তিনি। শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ সিনেমায় ‘আল্লা হ্যায় রহেম’ গানটি গেয়েছেন শিল্পী। ‘মান্টো’র ‘বোল কে লব আজাদ হ্যায়’ থেকে ‘মিতিন মাসি’র ‘বরসাত সাওয়ান’— প্রত্যেক গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন শিল্পী।