দুরন্ত রণ আর শান্তশিষ্ট মিতুল। একে অপরের প্রতি তাদের প্রেম গভীর। কিন্তু এই প্রেম পরিণতি পায় না। কেন? সেই উত্তর জানা যাবে আড্ডাটাইমসের নতুন সিরিজ় ‘প্রেমে পড়া বারণ’-এ।
এই সিরিজ়ের পরিচালনায় রয়েছেন অরিজিৎ ব্যানার্জি। এর আগে তিনি ‘ফেলু মিত্তির লেন’ পরিচালনা করেছেন। সিরিজ়ে রণ-র চরিত্রে দেখা যাবে ‘এক্স=প্রেম’-খ্যাত অনিন্দ্য সেনগুপ্তকে। মিতুলের চরিত্রে অভিনয় করছেন দেবচন্দ্রিমা সিংহরায়।
দেবচন্দ্রিমা বলেন, “আমার চরিত্রটা শান্ত, যে মা-বাবার কথা শুনে চলে। একটু ভয় পায়। তার জীবনে প্রেমও আসে। আর এই প্রেমটা হওয়ার পরে সে নিজেকে খুলতে শুরু করে।”
সিরিজ়ের গল্প অনুযায়ী, রণ আর মিতুল দুজনেই কলকাতার বাসিন্দা। রণ একজন দুরন্ত ছেলে, যে সব সময় মজা করতে পছন্দ করে। আর মিতুল একজন শান্ত মেয়ে, যে সব সময় মা-বাবার কথা শুনে চলে। একদিন এই দুই বিপরীত চরিত্রের মানুষ একে অপরের সাথে পরিচিত হয়। এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।কিন্তু এই প্রেম পরিণতি পায় না। কেন? সেই উত্তর জানা যাবে সিরিজ়ের শেষ পর্বে।