উত্তরপ্রদেশের স্মিতা শ্রীবাস্তব এখন বিশেষ সবচেয়ে লম্বা চুলের অধিকারী। সেই কারণেই তার গ্রীনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠেছে। উল্লেখ্য সে তার এত লম্বা চুল নিয়মিত পরিচর্যা এবং ঝলমলেও বটে। কিন্তু তিনি তার চুলের যত্ন কীভাবে করেন? কত লম্বা তার চুল?
স্মিতার যখন ১৪ বছর বয়স ছিল তখন থেকে তিনি চুল কাটা বন্ধ করেছিলেন। সেই কারণেই তার ছিচল্লিশ বছর বয়সে এসে তিনি সবচেয়ে লম্বা চুলের অধিকারী এই বিশ্বের। তিনি জানিয়েছেন গত ৩২ বছরে তার চুলের দৈর্ঘ্য হয়েছে সাত ফুট নয় ইঞ্চি। আশির দশকের নায়িকারা নাকি তার চুলের অনুপ্রেরণা। তাদের দেখেই তিনি চুল কাটা বন্ধ করে দিয়েছিলেন।
হিন্দু ধর্মে দেবতাদের অনুপ্রেরণা দ্যান এই স্মিতা। কিন্তু তিনি এত বড় চুলের যত্ন নেন কীভাবে ? তিনি জানিয়েছেন তিনি সপ্তাহে দুবার চুল ধন কায়দা করে চল দোয়া, জট ছাড়ানো বাধা সবমিলিয়ে তার তিন ঘন্টা সময় লাগে। তারপর তোয়ালে দিয়ে চুল মোছার কাজ চলে যা করতে দু ঘন্টা সময় লাগে। ২৯শে নভেম্বর তার গিনিশ বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠে।