সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান গত শুক্রবার ইডি আধিকারিকদের হাতে আক্রান্ত হওয়ার পর থেকে নিখোঁজ। ইডি মনে করছে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন। তাই দেশের প্রতিটি বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। এদিকে, উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকাগুলিতে তদন্তকারীরা তীক্ষ্ণ নজর রেখেছেন।
শেখ শাহজাহান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ এবং সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
শেখ শাহজাহানের বিরুদ্ধে কাঠ, গরু ও মানব পাচারের অভিযোগ রয়েছে। এলাকার অনেকে বলেন, তিনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এসেছিলেন।
২০১৬ সালে শেখ শাহজাহান তৃণমূলে যোগ দেন। ২০১৯ সালের লোকসভা ভোটে সন্দেশখালিতে নুসরত জাহানের জয়ের ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তদন্তকারীরা শেখ শাহজাহানকে খুঁজে বের করার জন্য আইবি এবং বিএসএফের সাহায্য নিচ্ছেন।