পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের আন্দোলনের ফলে গতকাল থেকে রাজ্যের রেশন দোকানগুলি বন্ধ ছিল। আজ, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হল।
ডিলারদের দাবি ছিল, তাদের মাসিক কমিশন বাড়ানো হোক। তারা আরও দাবি করেন, পিডিএস কন্ট্রোলারের নামে তাদের উপর মানসিক অত্যাচার করা হচ্ছে। ই-ওয়েয়িং স্কেল দিয়ে পরিমাপের সমস্যা এবং ইপস মেশিনে স্টক নিয়ে গোলমালের বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ডিলারদের আশ্বাস দিয়েছেন যে, তাদের দাবিগুলির কথা তিনি নবান্নে অবগত করবেন। কমিশন বাড়ানোর বিষয়ে তিনি জানান, এটি কেন্দ্র সরকারের বিষয়। কেন্দ্র কমিশন বাড়ালে রাজ্য সরকার ৫০% ভর্তুকি দেবে।
ডিলারদের ছোট-খাটো ইস্যু দেখিয়ে সাসপেন্ড এবং শোকজের অর্ডার সরিয়ে নেওয়া হবে বলেও আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী। ইপস মেশিনে স্টক নিয়ে গোলমাল নিরসনেও ডিলারদের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানান তিনি।এই আশ্বাসের পর ডিলাররা ধর্মঘট প্রত্যাহার করে নেন। আগামীকাল থেকে ফের রাজ্যের রেশন দোকানগুলি খুলে যাবে।