বিনোদন

এটা অঙ্কুশ! বন্ধু বিক্রমের মতোই দারুণ বডি ট্রান্সফর্মেশন করলেন অভিনেতা

 

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা বছরের শুরুতেই অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। ডান পায়ে চোটের কারণে বেশ কয়েকদিন শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অঙ্কুশ।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি জিম থেকে তোলা সেলফি পোস্ট করেছেন অঙ্কুশ। ছবিতে দেখা যাচ্ছে তাঁর পায়ে এখনও নিক্যাপ রয়েছে। তবে চোখে মুখে তাঁর অদম্য জেদ। কারণ, তিনি ফিরতে চান। ‘মির্জা’র অবতারে দর্শকদের সামনে হাজির হতে চান।

ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “আপনার শরীর আহত হতে পারে… কিন্তু মস্তিষ্ক নয়। শো মাস্ট গো অন… খুব শীঘ্রই ফ্লোরে আসছি… ভালোবাসি সবাইকে।”

অঙ্কুশের এই ছবি দেখে তাঁর অনুরাগীরা স্বস্তি পেয়েছেন। তাঁরা দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গিয়েছে, কেবলের সাহায্যে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পেয়েছেন অঙ্কুশ। আপাতত, কয়েকদিন খুব সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.