টলিপাড়ায় বড়দিনের শুভেচ্ছা নিয়ে হাজির হলেন রাখি গুলজার। বৃহস্পতিবার কলকাতায় পা রেখেছিলেন প্রবীণ অভিনেত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন পরিচালকজুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
শুক্রবার সকাল সাতটায় শুরু হল নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি ‘আমার বস’-এর শুটিং। সেদিনই টিমের সঙ্গে পৌঁছে গিয়েছিলেন রাখি গুলজার। শুটিং লোকেশন ছিল সেক্টর ফাইভের একটি অফিস।
শুটিংয়ের প্রথম দিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ডাক পড়েনি। এদিন রাখি গুলজারের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছে। রাখি গুলজার মুম্বই নিবাসী হলেও ঝরঝরে বাংলা পড়তে এবং বলতে পারেন। শুটিংয়ের প্রথম দিন তিনি সকলকে হতবাক করে দিয়ে ‘বস’ বললেন।
প্রবীণ বঙ্গকন্যা যখন কলকাতায়, তখন তাঁর মধ্যাহ্নভোজের পাতে যে মাছ-ভাত থাকবে, সেটাই স্বাভাবিক। পরিচালকদ্বয় নন্দিতা-শিবপ্রসাদ কোনও ত্রুটি রাখলেন না।৫ জানুয়ারি ‘আমার বস’ ছবির শুটিং শুরুর আগের দিন অনেকটা সময় উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে কাটিয়েছেন রাখি গুলজার। কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছেন মনে করে।