গত বৃহস্পতিবার সন্ধ্যা, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ হঠাৎ করেই হাজির হলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে। বেশ কিছুক্ষণ তারা দুজনে একান্তে কথা বলেন। এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
শোভন-কুণালের মধ্যে একসময় বেশ ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ২০২১ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সম্প্রতি তারা আবার একসাথে দেখা করেছেন। শোভন-বৈশাখীর মেয়ের জন্মদিনে কুণাল উপস্থিত ছিলেন। এছাড়াও, ভাইফোঁটায়ও শোভন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান।
এই সাক্ষাতের পর কুণাল ঘোষ বলেছেন, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। তবে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এটা হতে পারে শোভনকে তৃণমূলে ফিরিয়ে আনার চেষ্টা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে শোভনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
শোভন চট্টোপাধ্যায় নিজেও সম্প্রতি বলেছেন, তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে তিনি এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি।