ভারতের ইউপিএসসিকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার মধ্যে একটি ধরা হয়। প্রতিবছর লাখ লাখ ছেলে মেয়ে এই পরীক্ষায় বসে। কিন্তু উত্তীর্ণ হয় মাত্র কয়েকজন। এমন পরিস্থিতি অতি দরিদ্র ঘর থেকে আসা পরীক্ষার্থীতে উত্তীর্ণ হওয়া সত্যিই অনেক কঠিন হয়ে যায়।
পশ্চিম মহারাষ্ট্রের সাকরি তালুকানাম নামক জায়গায় ভিল নামক উপজাতিরা বাস করে। এই রিমোট অঞ্চলের কারোর খবরই কেউ রাখেনা তাই ছেলেটির ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পরে আর বাবার ছবি পর্যন্ত সে দেখতে পায়নি। এখানে আর খুব ভালো পাওয়া যায় তাই তার মা মদ বিক্রি করে উপার্জন করত।
মায়ের স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনা করিয়ে মানুষ করাবেন তাই সেই ছেলে একইসঙ্গে ডাক্তারে এবং ইউপিএসসি পাশ করেন। বছর ৩১ এর রাজেন্দ্র বারুদ আজ ডিস্ট্রিক্ট কালেক্টর। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছে এই ছেলে।