বাংলা চলচ্চিত্রে গোয়েন্দা চরিত্রের রমরমা চলছে। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটী রায়, সোনাদা, মিতিন মাসিদের পর এবার বড় পর্দায় আসছেন স্বপনকুমারের সৃষ্টি দীপক চট্টোপাধ্যায়। এই চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। ছবির নাম ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য।
ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। ট্রেলারে দেখা যাচ্ছে, আবির চট্টোপাধ্যায় দুটি ভিন্ন সত্ত্বায় ধরা দিয়েছেন। একজন হতাশ, ব্যঙ্গাত্মক, আরেকজন আত্মবিশ্বাসী গোয়েন্দা। এই দুই সত্ত্বার মধ্যে দ্বন্দ্ব চলছে।
গল্প অনুযায়ী, কলকাতা শহরে বাদামী হায়নার উৎপাত শুরু হয়েছে। এই গ্যাং বেশ বিপজ্জনক। এই গ্যাংয়ের হাত থেকে শহরকে রক্ষা করার দায়িত্ব নেন দীপক চট্টোপাধ্যায়। এই চরিত্রে আবির চট্টোপাধ্যায়কে মারকাটারি অ্যাকশনে দেখা যাবে।
এর আগে আবির চট্টোপাধ্যায় ব্যোমকেশ ও সোনাদা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এবার দেখা যাক দীপক চট্টোপাধ্যায় চরিত্রে তিনি কতটা সফল হন।ছবিটি মুক্তি পাবে ১২ জানুয়ারি। ছবিতে আরও অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌতম হালদার, শ্রুতি দাস, লোকনাথ দে, প্রতীক দত্ত প্রমুখ।