কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিলের কারণ জানতে চায় সুপ্রিম কোর্ট। বুধবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ লোকসভার সচিবালয়কে ৩ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে।
লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এথিক্স কমিটির প্রস্তাব মেনে গত বছরের ডিসেম্বরে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। এমনকী আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি তাঁকে। এর পরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন মহুয়া।
বুধবারের শুনানিতে লোকসভার সচিবালয়ের তরফে সলিসিটর জেনারেল দাবি করেন, সংসদের কার্যপ্রণালী স্পিকারের অধীনস্থ। তাতে বিচারবিভাগ হস্তক্ষেপ করতে পারে না।
তবে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এ বিষয়ে তারা কোনও মন্তব্য করবে না। সংসদের কাজে বিচারবিভাগ কতটা হস্তক্ষেপ করতে পারে সেটা নিয়ে সংশয় রয়েছে।