কি আপনাদের মনে আছে তো? পরিচালক সায়ন্তন ঘোষাল বৈবাহিক জীবনের ধর্ষণের চিত্র তুলে ধরেছিলেন সম্পূর্ণ ওয়েব সিরিজের মাধ্যমে। দর্শকদের খুবই ভালো লেগেছিল সম্পূর্ণ এবং সম্পূর্ণ ২ ওয়েব সিরিজ দুটি। এই গল্প দর্শক দেখেছিল হইচই এর প্লাটফর্মে। দর্শক মুখ্য চরিত্র দেখেছিল অভিনেত্রী সোহিনী সরকার এবং রাজনন্দিনী পাল কে।
টলি পাড়ার অন্দরের ফিসফাস এই সম্পূর্ণ ওয়েব সিরিজের গল্পটি হিন্দিতেও তৈরি হতে চলেছে। শোনা গিয়েছে হইচই এর সম্পূর্ণ সত্তা কিনেছে ডিজনি প্লাস হটস্টার। ২০২২ সালে মুক্তি পেয়েছিল সম্পূর্ণ প্রথম সিজন। যেখানে দেখা গিয়েছিল বৈবাহিক ধর্ষণের চিত্র।
২০২৩ সালে আবারো মুক্তি পায় এই সম্পূর্ণ ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ। তার প্রেক্ষাপটে ছিল শিশু নির্যাতন এবং হেনস্থার কাহিনী। রাজনন্দিনী এবং সোহিনির চরিত্রে কাকে দেখা যেতে চলেছে? যদি এখনো সেই সব বিষয়ে চূড়ান্ত হয়নি তবে শোনা গিয়েছে। এই বছরই শুটিং শুরু হবে।