কংগ্রেসের তিন নেতা আমন্ত্রণ পেয়েছেন বাইশে জানুয়ারির রাম মন্দির উদ্বোধনে। আর সেই তালিকা তেই নাম নেই রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর। গান্ধী পরিবারের শুধু সোনিয়া গান্ধীর সেই আমন্ত্রণ পেয়েছেন।
সেই আমন্ত্রণে কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খঙ্গে, লোকসভার বৃহত্তম দল ও নেতা অধীর রঞ্জন চৌধুরী এরা আমন্ত্রিত রয়েছেন। কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা কংগ্রেসের এত বড় নেতা হওয়া সত্ত্বেও কেন আমন্ত্রণ পেলেন না?
রাম জন্মভূমি তীর্থ ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে
যে শর্তে রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে শর্তে পড়েন না প্রিয়াঙ্কা এবং রাহুল। তাদের তরফ থেকে জানানো হয়েছে এই উদ্বোধনের শুধুমাত্র প্রথম সারির নেতাদের এই আমন্ত্রণ জানানো হয়েছে।