ভারত

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ অবৈধ! অভিযোগ শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল

 

পশ্চিমবঙ্গের রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগকে অবৈধ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই নিয়োগের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যের প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধানসচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দফতর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে। তিনি আরও বলেন, নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগের জন্য কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই এই নিয়োগ অবৈধ।

শুভেন্দুর এই অভিযোগের পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর মাথায় ‘কিছু একটা সমস্যা হয়েছে’। তিনি শুভেন্দুকে ভেসলিন এবং সাবান মাখানোর পরামর্শ দিয়েছেন।

রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে রাজ্য প্রশাসনে চলছে আলোচনা। নন্দিনী চক্রবর্তী গত কয়েক মাস ধরে রাজ্য প্রশাসনে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছেন। রাজ্যপালের প্রধান সচিব ছিলেন তিনি। কিন্তু সিভি আনন্দ বোস তাঁকে ‘রিলিজ়’ দিয়ে দিয়েছিলেন। তার পর নন্দিনীকে পর্যটন সচিব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.