মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হয়ে যায় অম্বিকার। ১৮ বছর বয়সে হয়ে যান দুই সন্তানের মা। কিন্তু এই সব বাধা পেরিয়ে তিনি আজ একজন আইপিএস অফিসার।
অম্বিকার স্বামী একজন পুলিশ কনস্টেবল। তিনি সবসময় অম্বিকার পাশে থেকে তাকে সাহায্য করেছেন। অম্বিকার স্বামীর প্ররোচনাতেই তিনি পুলিশের চাকরির প্রতি আগ্রহী হন। একদিন তারা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখতে যান। সেখানে তিনি দেখেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কতটা সম্মান দেওয়া হয়। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন, তিনিও একজন পুলিশ অফিসার হবেন।
দুই সন্তানকে নিয়ে পড়াশোনা করা অম্বিকার জন্য খুব কঠিন ছিল। তাই তিনি দূরশিক্ষণ পদ্ধতিতে পড়াশোনা শুরু করেন। একাদশ-দ্বাদশ শ্রেণি পাশ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন।
তিনবার তিনি এই পরীক্ষায় ব্যর্থ হন। কিন্তু স্বামীর উৎসাহে তিনি থেমে থাকেননি। চতুর্থ বার তিনি প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ সব পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৮ সালে তিনি আইপিএস অফিসার হিসেবে যোগদান করেন।