রাজস্থানের আজমিরের কালেক্টর আরতি ডোগরা। তিনি একজন দক্ষ এবং জনপ্রিয় প্রশাসক। কিন্তু, তার এই সাফল্য অর্জনের পথ খুব সহজ ছিল না।
আরতির জন্ম ১৯৮৮ সালে রাজস্থানের যোধপুরে। তিনি একজন ছোট্ট মেয়ে ছিলেন। কিন্তু, ছোটবেলা থেকেই তার উচ্চতা বাড়ছিল না। চিকিৎসকরা জানিয়েছিলেন, আরতির শারীরিক বিকাশ অন্যদের মতো হবে না। তার উচ্চতা হবে মাত্র ৩ ফুট ২ ইঞ্চি।
আরতির এই শারীরিক অবস্থার কারণে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। স্কুলে বন্ধুরা তাকে ঠাট্টা-মস্করা করত। অনেকে তাকে বাঁকা চোখে দেখত। কিন্তু, আরতি সব কষ্ট সহ্য করে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেন।
শিক্ষাজীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্রী। তিনি সফলভাবে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৬ সালে তিনি আইএএস অফিসার হিসেবে যোগদান করেন।আইএএস অফিসার হিসেবে যোগদানের পরও আরতিকে অনেক বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয়েছে। অনেকেই তার উচ্চতার কারণে তার যোগ্যতার উপর প্রশ্ন তুলেছেন। কিন্তু, আরতি সব বাধা-বিপত্তি অতিক্রম করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।