বিনোদন

জগদ্ধাত্রী ধারাবাহিকে প্রথমে অভিনয় করার কথা ছিল এই অভিনেত্রীর!

 

টেলিপাড়ায় সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর নায়িকা অঙ্কিতা মণ্ডলকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হবে। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দর্শকরা বেশ চিন্তিত হয়ে পড়েন। অনেকেই ভাবতে শুরু করেন যে, অঙ্কিতা ছাড়া জগদ্ধাত্রীর গল্প আর ভালো লাগবে না।

এই গুঞ্জনের সত্যতা জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অঙ্কিতা মণ্ডলের সঙ্গে। তিনি বলেন, “এই খবর আজকাল ডট ইনের থেকেই প্রথম শুনলাম। কারা, কেন গুঞ্জন ছড়াচ্ছেন! জানি না। তবে আমার কাছে এরকম কোনও খবর নেই।”

অঙ্কিতা ছাড়া জগদ্ধাত্রীকে কেউ দেখবে না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাধারণত, যিনি প্রথম থেকে একটি চরিত্রে অভিনয় করেন তিনি তাঁর মতো করে সেটি লালন করেন। দর্শকদের সামনে তুলে ধরেন। ফলে, দর্শকদের সঙ্গে সেই অভিনেতার একটি যোগাযোগ তৈরি হয়। আচমকা বদল ঘটলে দর্শকদের পক্ষে নতুন অভিনেতাকে মানিয়ে নিতে সময় লাগে। তবে টানা দেখতে দেখতে নতুনও ধীরেধীরে পুরনো হয়ে যান। তখন আর তাঁকে নিয়ে আপত্তি থাকে না।”

জগদ্ধাত্রীর প্রযোজনা সংস্থা ব্লুজ-এর তরফ থেকেও জানানো হয়েছে, নায়ক-নায়িকা দূরঅস্ত্, বাকি অভিনেতাদেরও কোনও বদল হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.