মানুষের জীবনে বাবা-মায়ের স্থান সবচেয়ে উঁচুতে। তাঁরা সন্তানকে বড় করে তোলেন, তাঁদের সুখ-দুঃখের সাথী হন। সন্তানদেরও বাবা-মায়ের শেষ বয়সে তাঁদের শখ-আহ্লাদ পূরণের দায়িত্ব নেওয়া উচিত।
বিশিষ্ট সুরকার প্রীতম চক্রবর্তী তাঁর মায়ের ইচ্ছা পূরণে এমনই একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর মায়ের ইচ্ছা ছিল বিদেশ দেখার। কিন্তু, শারীরিক সমস্যার কারণে তিনি হাঁটতে পারতেন না। তাই প্রীতম তাঁর মাকে হুইলচেয়ারে করে বিদেশে ঘোরাতে নিয়ে গিয়েছিলেন।
প্রীতম চক্রবর্তী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “২০২৩ সাল শেষ হওয়ার আগে আমার মায়ের সাধপূরণের সেই সুখকর মুহূর্তটাকে ফিরে দেখলাম। আমার মায়ের ইচ্ছা ছিল বিদেশ দেখার। কিন্তু, তিনি হাঁটতে পারতেন না। তাই আমি তাঁকে হুইলচেয়ারে করে বিদেশে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। সেই সময়ের স্মৃতিগুলো মনে পড়লে আজও আমার চোখের কোণে জল এসে যায়।”
প্রীতম চক্রবর্তীর এই সাহসী পদক্ষেপ সকলের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাঁকে একজন আদর্শ সন্তান বলেছেন। প্রীতম চক্রবর্তীর এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে, বাবা-মায়ের ইচ্ছা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত।