দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে ১১ বছর পর দেগঙ্গা বেড়াচাপা বীণাপানি স্কুল সংলগ্ন দেবালয় স্পোর্টিং ক্লাবের ময়দানে বইমেলা শুরু হয়েছিল। মেলার প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত শনিবার ছিল গায়ক অনুপম রায়ের অনুষ্ঠান।
অনুপম রায়ের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষ বইমেলায় আসেন। দুপুর থেকেই মাঠে ভিড় জমে যায়। বিকেলের পর মাঠ ভরে যায়। জানা গেছে, বইমেলার মাঠের ধারণ ক্ষমতার থেকে অন্তত তিনগুণ বেশি মানুষ ভিড় করেছিলেন।
শিল্পী ওঠার আগেই ভিড়ের চাপে হুড়োহুড়ি লেগে যায়। আতঙ্কে মানুষ বাইরে বেরনোর চেষ্টা করলে ভিড়ের চাপে বইমেলার মূল গেটটি ভেঙে যায়। সেখানে কর্তব্যরত তিনজন স্বেচ্ছাসেবী জখম হন। শেষ পর্যন্ত মেলা বন্ধ করে দিতে হয়।
অনুপম রায়ের অনুরাগীরা এই ঘটনায় হতাশ। তারা বলছেন, বইমেলার কর্তৃপক্ষের ভুলের কারণে তারা তাদের প্রিয় শিল্পীর অনুষ্ঠান দেখতে পারলেন না।
অনুপম রায় তার অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন, তারা খুব শিগগিরই আরও বড় মাঠে অনুপমের অনুষ্ঠান দেখতে পারবেন।