টলিউডের জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরীর জনপ্রিয় সিরিয়াল ‘রাঙা বউ’ মাত্র এক বছরের মাথায় শেষ হয়েছে। সিরিয়াল শেষ হওয়ার পর নায়িকা শ্রুতি দাস চুটিয়ে শো করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিন্তু নায়ক গৌরব রায়চৌধুরীকে দেখা যাচ্ছে না কোথাও। তিনি একা একাই ঘুরতে বেড়িয়ে পড়েছেন।
গৌরব রায়চৌধুরী জানান, সিরিয়ালের শুটিং শেষ হওয়ার পর তিনি কিছুটা অবসর নিতে চান। তাই একা একাই ঘুরতে বেড়িয়ে পড়েছেন। তিনি এখন দার্জিলিংয়ে আছেন। তার পর নেপাল যাবেন। তারপর কলকাতা ফিরবেন।
গৌরব রায়চৌধুরী বলেন, “আমি নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। তাই কিছুটা সময় নিয়ে নিতে চাই। সিরিয়াল ছাড়াও ওয়েব সিরিজ়, সিনেমায় কাজ করেছি। ভবিষ্যতে কী করব তা এখনই বলতে পারছি না। তবে ভালো কিছু করব।”
গৌরব রায়চৌধুরীকে আগামী দিনে আবারও সিরিয়ালে দেখা যাবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তিনি সিরিয়াল ছাড়াও ওয়েব সিরিজ়, সিনেমায় কাজ করেছেন। তাই ভবিষ্যতে তিনি আবারও সিরিয়ালে দেখা দিতে পারেন।