টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এখন টলিপাড়ার অন্যতম চর্চা কেন্দ্রবিন্দু। জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি সৌমিতৃষা বড় পর্দায় হাজির হয়েছেন। দেব অভিনীত নতুন ছবি ‘প্রধান’-এ সৌমিতৃষা দেবের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটিতে তিনি দেবের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন।
এই চর্চার মধ্যেও সৌমিতৃষার প্রেম নিয়ে গুঞ্জন রয়েছে। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এখনও তিনি প্রেমে পড়েননি। তাঁর কেরিয়ার তৈরীর সময়। তাই তিনি কেরিয়ারের কথা ভাবতে এইসময় সবথেকে বেশি ইচ্ছুক। তবে মনের মধ্যে কাউকে ভালোলাগা রয়েছে। কিন্তু সেখানে প্রেমের কোন জায়গা নেই। এই মুহূর্তে তিনি প্রেম নয় বরং তার কেরিয়ারকে নিয়ে ভাবতে বেশি পছন্দ করছেন।
সৌমিতৃষা বলেন, “আমি এখনও তেমন কাউকে খুঁজে পাইনি, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারি। আমার এখন কেরিয়ার তৈরীর সময়। তাই আমি আমার কেরিয়ারের কথা ভাবতে বেশি পছন্দ করি।”