বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী একসাথে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন বলে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ৬৭তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে একসাথে দেখা গেছে তাদের। তখন থেকেই শুরু হয়েছিল এই জল্পনা।
সূত্রানুসারে, বিক্রমাদিত্য মোতওয়ানির একটি প্রোজেক্টে দেখা যাবে প্রসেনজিৎকে। অন্যদিকে ওটিটিতে পা রাখার খবর নিজেই জানিয়েছেন মিমি। তাহলে কি দুজনকেই একসাথে একটি ওয়েব সিরিজে দেখা যাবে?
মাঝে বিরতির পর আবারও জোড়কদমে অভিনয় করছেন প্রসেনজিৎ। অন্যদিকে ননস্টপ চলে যাচ্ছে মিমি এক্সপ্রেস। এর মাঝে ওটিটিতে দুজনের পদার্পণ বেশ রহস্য বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে।
তবে ওটিটিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় নিয়ে এখনো মুখ খোলেননি মিমি চক্রবর্তী। তাই এখন সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। সময় বলবে তাদের একসাথে এবং কোন ভূমিকায় দেখা যাবে।