টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনির বয়স এখন মাত্র এক মাস। কিন্তু মাতৃত্বের এই কদিনেই পুরোদস্তুর ফিট অ্যান্ড ফাইন হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই নতুন সিরিজের শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
গতকাল, শনিবার, রাজ চক্রবর্তীর সঙ্গে একটি ফটোশুটে ধরা দিয়েছেন শুভশ্রী। ফটোশুটে তিনি পরেছেন কালো টপের সঙ্গে ব্লু চেক শর্ট স্কার্ট। চোখে রোদচশমা। একেবারে গ্ল্যামারাস অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী।
শুভশ্রী জানান, আগামী ফেব্রুয়ারিতে রাজ চক্রবর্তীর পরিচালনায় একটি নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হবে। সিরিজটি মুক্তি পাবে জি ফাইভে। এই সিরিজে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’ অবলম্বনেই এই সিরিজ তৈরি হচ্ছে।
শুভশ্রী বলেন, “এই সিরিজটি আমার জন্য একটি চ্যালেঞ্জিং কাজ হবে। আবিরের সঙ্গে প্রথমবার কাজ করছি। আশা করি ভালো কিছু হবে।”‘আবার প্রলয়’-এর পর এটি রাজ চক্রবর্তীর দ্বিতীয় ওয়েব সিরিজ। সিরিজের নাম এখনও জানা যায়নি।