তেলেঙ্গানার এক ছোট্ট শহরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন ডোংরে রেভাইয়াহ। বাবা-মায়ের একমাত্র ছেলে তিনি। ছোটবেলায় বাবা মারা যাওয়ায় সংসারের দায়িত্ব পড়ে মায়ের কাঁধে। মা স্কুলে মিড-ডে মিল রান্না করে সংসার চালাতেন।
ডোংরে ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তিনি স্কুলের পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন। কিন্তু দরিদ্রতার কারণে তার পড়াশোনা চালানো কঠিন হয়ে পড়ে। তার মা স্কুলে মিড-ডে মিল রান্না করে যে টাকা উপার্জন করতেন তা দিয়েই সংসার চালাতেন। ডোংরে তার মায়ের কাছ থেকে পড়াশোনার খরচ নেওয়ায় নিজেকে অপরাধী মনে করতেন।
ডোংরে তার মায়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। তার মা চেয়েছিলেন তার ছেলে একজন ভালো মানুষ হোক, সুশিক্ষিত হোক। ডোংরে তার মায়ের স্বপ্ন পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।
তিনি আইআইটি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন আইআইটি মাদ্রাজে। কিন্তু পড়াশোনার খরচ চালানোর জন্য মায়ের কাছ থেকে টাকা নেওয়ায় তিনি নিজেকে অপরাধী মনে করতেন। তাই জেলা প্রশাসনের সাহায্যে তিনি আইআইটিতে পড়াশোনা চালিয়ে যান।
আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। এরপর গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হায়দ্রাবাদে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি নেন। কিন্তু তার স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার। তাই চাকরি ছেড়ে দিয়ে মনোনিবেশ করেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে।