বিহারের মতিহারি জেলায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। একটি বিমান সড়কপথে নিয়ে যাওয়ার সময় ব্রিজের তলায় আটকে যায়। এর জেরে দীর্ঘ ট্র্যাফিক জ্যাম হয়।
জানা গেছে, মুম্বই থেকে অসমে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকের উপর বিমানটিকে লম্বা পাটাতনে করে তোলা হয়েছিল। কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় বিমানটি ব্রিজের নিচে আটকে যায়। ব্রিজের উচ্চতা বিমানের উচ্চতার চেয়ে কম ছিল বলেই এমন ঘটনা ঘটে।
বিমানটি আটকে যাওয়ায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পিছনে দাঁড়িয়ে যায় সারি সারি গাড়ি। দীর্ঘ ট্র্যাফিক জ্যামে আটকা পড়েন সাধারণ মানুষ।
বিমানটি আটকে যাওয়ায় স্থানীয় জনতাও উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা দ্রুত বিমানটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে চান।
অবশেষে স্থানীয় জনতার সহায়তায় বিমানটি সরানো সম্ভব হয়। ট্রাক চালককেও সাহায্য করেন তারা।