বলিউড তারকা রণবীর কপূরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। সম্প্রতি বড়দিনে কপূর পরিবারের সদস্যদের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কেক কাটার সময় রণবীর কপূর ‘জয় মাতা দি’ বলে উচ্চারণ করেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পরই মুম্বইয়ের এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীর নাম সঞ্জয় তিওয়ারি। তিনি বলেন, “হিন্দু ধর্মে অগ্নি দেবতাকে পুজো করা হয়। রণবীর কপূর এবং তাঁর পরিবারের সদস্যরা ইচ্ছাকৃত ভাবে অন্য ধর্মের উৎসব পালনের সময় মদের ব্যবহার করেছেন সেই সঙ্গে জয় মাতা দি স্লোগান দিয়েছেন। এতে হিন্দু ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।”
তবে রণবীর কপূর বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রণবীর কপূরের এই কাণ্ডে বিরক্ত হয়েছেন। আবার কেউ কেউ মজা পেয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, রণবীর কপূরের বাবা ঋষি কপূরও একই রকম ছিলেন।এই ঘটনায় রণবীর কপূরের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা এখন দেখার বিষয়।