বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এ এসে নিজের ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে খোলসা করলেন। তিনি জানান, ২০২২ সালের শুরুতে তাঁর ক্যানসার ধরা পড়ে। এরপর তিনি দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু চিকিৎসার সময় তিনি বেশ দুর্বল হয়ে পড়েন। সেই কারণে তিনি কর্ণ জোহরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’তে অভিনয় করতে পারেননি।
শাবানা আজ়মি অভিনীত ছবির চরিত্র যামিনীর জন্য প্রথমে কর্ণ জোহর শর্মিলা ঠাকুরের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু শার্মিলার অসুস্থতার কারণে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। কর্ণ বলেন, “আমি প্রথমে শর্মিলাজির কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি অসুস্থতার কারণে আমার ছবির জন্য সায় দেননি। তার পর ওই চরিত্রেই শাবানাজি অভিনয় করেন। কিন্তু ওই আফসোসটা আমার থেকে গিয়েছে।”
শর্মিলা বলেন, “কোভিডের সময় ছিল ওটা। তখনও ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি। ক্যানসার নিয়ে আমার যা অভিজ্ঞতা, তার পরে চিকিৎসকেরা চাননি যে, আমি ওই ঝুঁকিটা আর নিই।”
শার্মিলার কথা থেকেই স্পষ্ট, ক্যানসারের সঙ্গে লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাঁকে। বর্তমানে তিনি দিল্লিতে পটৌডী প্যালেসেই থাকেন।