২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের নতুন কোর কমিটি গঠন করেছে দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দেগঙ্গায় দলের কর্মিসভায় এই কমিটির ঘোষণা করেন তিনি।
এই কমিটির চেয়ারম্যান হলেন নির্মল ঘোষ। এছাড়াও কমিটিতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম।
এই কমিটির সদস্যরা প্রতি ১০ দিন পর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন। এই কমিটির মাধ্যমে দলের সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে কাজ করবেন।
কমিটিতে সাংসদদের অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংসদরা সংসদে দায়িত্ব পালন করেন। তাদের সময় নেই দলের সংগঠন নিয়ে কাজ করার।”