বড় পর্দায় সুযোগ পেয়ে ছোট পর্দার সহকর্মীদের আনফলো করার অভিযোগে বিতর্কে জড়িয়েছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। এই অভিযোগের সত্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিনেত্রীর প্রাক্তন সহঅভিনেত্রী তন্বী লাহা রায়।
সৌমীতৃষা ও তন্বী একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মিঠাই’-তে। ধারাবাহিকে তারা দুই বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। ধারাবাহিকটি শেষ হওয়ার পর সৌমীতৃষা বড় পর্দায় অভিষেক করেন। তার অভিনীত ছবি ‘প্রধান’ মুক্তি পাওয়ার পর থেকেই তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
এই সাফল্যের পর সৌমীতৃষা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে অনেক ছোট পর্দার সহকর্মীকে আনফলো করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের সত্যতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তন্বী লাহা রায়।
তন্বী তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “প্রিয় অভিনেতা/অভিনেত্রী, যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া। পোস্টে আনকোলাব করে দেওয়া! আরও অনেক দূর পৌঁছন।”
তন্বীর এই স্টোরি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। নেটিজেনদের মধ্যে ভাগ হয়ে গিয়েছে দুই দল। টিম তন্বী আর টিম সৌমীতৃষা। দুই পক্ষই একে অপরকে দুষতে এক চুলও ফাঁক ছাড়ছে না।