পশ্চিমবঙ্গের কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই নির্দেশের বিরুদ্ধে বিজেপি নেতা সজল ঘোষ তোপ দাগেছেন। তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন। পালটা জবাব দিয়েছেন কুণালও।
সজল ঘোষের অভিযোগ, সুবল মান্নাকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র শিশির অধিকারীকে প্রণাম করার কারণে। তিনি বলেন, “সৌজন্য দেখানোই কি কাল?”
তবে কুণাল ঘোষের দাবি, শিশির অধিকারীর সঙ্গে তৃণমূলের সংঘাত রয়েছে। এই পরিস্থিতিতে সুবল মান্না যদি শিশিরকে “রাজনৈতিক গুরু” বলে দাবি করেন, তাহলে তা দলের নীতিবিরুদ্ধ। সে কারণেই তাঁর উপর শাস্তির কোপ পড়েছে।
কুণাল ঘোষ আরও বলেন, “গত বছর বড়দিনের একটি অনুষ্ঠানে সজল ঘোষ আমাকে ‘বন্ধু’ বলে ডাকছিলেন। কিন্তু সেই সময়ের কল রেকর্ড প্রকাশ্যে আসার পর তিনি আমাকে ‘আত্মবিকৃত’ বলে আক্রমণ করেছিলেন। পরে তিনি ভুল স্বীকার করেছিলেন।”