বলিউড অভিনেত্রী জারিন খান আর্থিক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন। গত ১১ ডিসেম্বর তিনি শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে ৩০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
জারিনের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ছয়টি কালীপুজোর উদ্বোধন করার জন্য এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। কিন্তু অনুষ্ঠানে আসেননি। টাকা ফেরত চাইলে তিনি হুমকি দেন।
ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, ২০১৮ সালের কালীপুজোয় জারিনকে আমন্ত্রণ জানানো হয়। তিনি ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে রাজি হন। কিন্তু অনুষ্ঠানে আসেননি। টাকা ফেরত চাইলে তিনি হুমকি দেন, “কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!”
জারিনের বিরুদ্ধে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলা শিয়ালদহ আদালতে চলছে।