বিনোদন

মানসিক হাসপাতালে ভর্তি ঋত্বিক ঘটকের ছেলে, মামার সঙ্গে ছবি দিলেন পরমব্রত!

 

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক গত ১০ বছর ধরে এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি রয়েছেন। এই তথ্যটি প্রকাশ্যে এনেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ঋতবানের মামা হন।

পরমব্রত সোশ্যাল মিডিয়ায় ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তাঁর পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতি বছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।”

পরমব্রতর এই পোস্ট দেখে অনেকেই হতবাক হয়েছেন। অনেকেই ঋতবানের আরোগ্য কামনা করেছেন।

ঋত্বিক ঘটক নিজেও মানসিক রোগে ভুগেছিলেন। তাঁর শেষ জীবন ছিল খুবই কষ্টের। তিনি ১৯৭৬ সালের ২ অক্টোবর মারা যান।ঋত্বিক ঘটকের ছেলে মানসিক হাসপাতালে ভর্তি

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের ছেলে ঋতবান ঘটক গত ১০ বছর ধরে এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি রয়েছেন। এই তথ্যটি প্রকাশ্যে এনেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি ঋতবানের মামা হন।

পরমব্রত সোশ্যাল মিডিয়ায় ঋতবানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার মামা ঋতবান ঘটক। পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র। যে ঋত্বিক ঘটককে জিনিয়াস পরিচালক হিসেবেই সবাই চেনেন। তাঁর পুত্র ঋতবানের দশ বছর ধরে মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার ও আমাদের পরিবার যৌথভাবে ঋতবানের দেখভাল করে। প্রতি বছরই দুর্গাপুজো এবং বড়দিনে আমি দেখা করি মামার সঙ্গে।”

পরমব্রতর এই পোস্ট দেখে অনেকেই হতবাক হয়েছেন। অনেকেই ঋতবানের আরোগ্য কামনা করেছেন।

ঋত্বিক ঘটক নিজেও মানসিক রোগে ভুগেছিলেন। তাঁর শেষ জীবন ছিল খুবই কষ্টের। তিনি ১৯৭৬ সালের ২ অক্টোবর মারা যান। ‘প্রধান’ ছবিটি। ছবিটি দর্শকদের কাছে বেশ ভালোবাসা পেয়েছে। সোমবার দেবের জন্মদিনে তাঁর নতুন ছবি ‘টেক্কা’র আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেব এবং রুক্মিণী মৈত্রের জুটি আবারও একসঙ্গে দেখা যাবে।

এদিকে, ইন্ডাস্ট্রিতে কান পাতলে নতুন বছরের শুরুতেই দেবের আরও একটি ছবির খবর শোনা যায়। সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথ ভাবে প্রযোজনা করবে। পরিচালক হিসেবে উঠে আসছে সুজিত দত্তের নাম।

ছবির মুখ্য চরিত্রে থাকছেন দেব। তবে তাঁর বিপরীতে নায়িকা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, নির্মাতারা নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে সৌমিতৃষা কুন্ডুর কথা ভেবেছেন। এই খবর সত্যি হলে, ‘প্রধান’-এর পর দ্বিতীয় বার দেব-সৌমিতৃষা জুটিকে দেখবেন দর্শক।

জানুয়ারির প্রথম সপ্তাহে ‘টেক্কা’র শুটিং শুরু হওয়ার কথা। ‘খাদান’-এর শুটিং শুরু হতে পারে মার্চ-এপ্রিল নাগাদ। আগামী বছর পুজোয় সৃজিত দেবের ছবি নিয়ে আসছেন। অভিজিতের সঙ্গে দেবের ছবিটি মুক্তি পাবে বড়দিনে। এখন ‘খাদান’ নিয়ে নির্মাতারা কী পরিকল্পনা করেন সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.