বলিউডের অন্যতম নামজাদা ফিল্মি পরিবারের সন্তান অভিষেক বচ্চন। তার বাবা অমিতাভ বচ্চন দেশের অন্যতম জনপ্রিয় তারকা। অভিষেক ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে অভিষেক করেন। তবে তার আগে তিনি একটি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু তার বাবা অমিতাভের কারণে সেই ছবি আর তৈরি করা হয়নি।
অভিষেক জানান, তিনি এবং তার বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরা মিলে ‘সমঝোতা এক্সপ্রেস’ নামে একটি ছবির চিত্রনাট্য লিখেছিলেন। ছবির প্রস্তুতি হিসাবে তারা নিজের চরিত্রের ‘লুক’ও চূড়ান্ত করে ফেলেছিলেন। তারপর তারা ছবির প্রযোজনার জন্য অমিতাভের কাছে গিয়েছিলেন।
অভিষেক বলেন, “আমার বাবাকে যাঁরা চিত্রনাট্য পড়ে শুনিয়েছেন তাঁরা জানেন, বিষয়টা কতটা চাপের। কারণ বাবা কোনও রকম প্রতিক্রিয়া দেন না। তিনি চুপ করে স্রেফ শোনেন। আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম। রাকেশ ছবির মূল বিষয়টা শোনার পরও বাবা পুরো নীরব ছিলেন। তার পরে বাবা হঠাৎ বলে উঠলেন, ‘খুবই খারাপ চিত্রনাট্য’। তার পর তো বাবা আমাকে বেরিয়ে যেতে বলেন!”
অভিষেক জানান, অমিতাভের কারণে তারা সব উৎসাহ হারিয়ে ফেলেছিলেন। তারপর আর সেই ছবি তৈরি করা হয়নি।অভিষেকের এই কথা শুনে অনেকেই হতাশ হয়েছেন। তারা মনে করছেন, অমিতাভের উচিত ছিল ছেলের স্বপ্নকে সমর্থন করা।