ক্রিসমাস মানেই আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা। এই দিনটি সকলেই পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে কাটাতে চায়। এবার ক্রিসমাসটা ছিল ‘মিঠাইরানি’ সৌমিতৃষা কুণ্ডুর কাছে ভীষণই ‘স্পেশাল’। কারণ, এবারই তার প্রথম ছবি ‘প্রধান’ মুক্তি পেয়েছে।
সৌমিতৃষা জানান, ছোটবেলা থেকেই ক্রিসমাস তার কাছে স্পেশাল। এই সময়টাতে তিনি বাবার কাছে নানান আবদার করতেন। এবার ক্রিসমাস আরও স্পেশাল কারণ, ছোটবেলা থেকেই তিনি দেবকে তার হিরো হিসেবে দেখেছেন। এবার তিনি দেবের বিপরীতে অভিনয় করেছেন।
ক্রিসমাসের দিন সৌমিতৃষা সকালে দেরি করে ঘুম থেকে উঠেছেন। তারপর বাড়ির লোকজনের সঙ্গে বিরিয়ানি খেয়েছেন। বিকেলে দেবের জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছেন। পার্টিতে দেবের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছেন।
সৌমিতৃষা জানান, ক্রিসমাসে প্রত্যেকবারই তিনি তার বাবার কাছে কেক কিনতে যাওয়ার আবদার করেন। এবারও তিনি সেই আবদার পূরণ করেছেন। বাড়ির সামনের দোকান থেকে কেক কিনেছেন।