শুধু শীতকাল নয়, অনেকেরই সারাবছর পায়ের গোড়ালি ফাটে। এর কারণ- গোড়ালির ত্বকের শুষ্কতা বা স্তরীভূত মরাকোষ। অনেক বেশি হাঁটাচলা, দিনের দীর্ঘসময় দাঁড়িয়ে কাজ করা, ডিহাইড্রেশন ইত্যাদির কারণেও সারাবছর পা ফাটতে পারে। দীর্ঘদিনের পা ফাটা সমস্যা দূর করতে ছোট ছোট কিছু ব্যাপার লক্ষ্য রাখা জরুরি।সাধারণত পায়ের ত্বকে আর্দ্রতা কমে যাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়ে ফেটে যায়। তাই রাতে ভালোভাবে ময়েশ্চারাইজার লাগিয়ে তবেই ঘুমানো উচিত। আসুন জেনে নিন পা ফাটা দূর করার ৫টি ঘরোয়া উপায়।১.চালের গুড়া,মধু,অ্যাপেল: তিন টেবিল চামচ চালের গুড়া, এক চামচ মধু এবং ২ থেকে ৩ ফোটা আপেল সিডার ভিনেগার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। প্রথমে পায়ের গোড়ালি হালকা গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর পাটা মুছে তাতে মিশ্রণটা লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটা করলে পা ফাটা কমে যাবে।শুধু মধু ব্যবহার করেও পা ফাটা রোধ করা যায়। গামলায় হালকা গরম পানিতে এক কাপ মধু ঢালুন। পা-টা তাতে ২০ মিনিটের মতো ডুবিয়ে রাখুন। এবার পা ঘষার পাথর দিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। নিয়মিত এটি করলে পা ফাটা রোধ করা যায়।২.কলা: দুটি পাকা কলা ভালভাবে চটকে নিন। এরপর এটি আক্রান্ত স্থানগুলোতে ভালভাবে লাগান। ২০ মিনিট পর পা ধুয়ে ফেলুন। কলায় থাকা প্রাকৃতিক ময়েশ্চারাইজার ,ভিটামিন এ, বি সিক্স, এবং ভিটামিন সি ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।৩.বেকিং সোডা: একটি বালতি অথবা গামলায় হালকা গরম পানিতে তিন চামচ বেকিং সোডা ভালোভাবে মেশান। পানিতে ২০মিনিট পা ডুবিয়ে রাখুন। পাথর দিয়ে পায়ের গোড়ালি আস্তে আস্তে ঘষুন। এরপর পরিষ্কার পানিতে পা ধুয়ে তোয়ালে দিয়ে মুছে ফেলুন। পা শুকিয়ে এলে ময়শ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত তিন বার বেকিং সোডা এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।৪.গ্লিসারিন ও গোলাপজল: পা ফাটা রোধে গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ দারুন কার্যকরী। প্রতিরাতে ঘুমানোর আগে গ্লিসারিনের সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে পায়ে ম্যাসাজ করুন। এটি পা ফাটা রোধ করবে।৫.লেবু ,ভ্যাসলিন: লেবুর রসের সঙ্গে ভ্যাসলিন মিশিয়ে পায়ে লাগাতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালভাবে পরিষ্কার করে মিশ্রণটি লাগান। এটি আপনার পা ফাটা রোধ করবে।
Read Next
অফবিট
February 17, 2025
চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?
অফবিট
February 17, 2025
মসৃণ ত্বকের ‘সিক্রেট’ নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!
অফবিট
February 17, 2025
ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
অফবিট
February 17, 2025
চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে
অফবিট
February 16, 2025
ত্বকের যত্নে ভুল | ৬টি অভ্যাস এড়িয়ে ত্বক রাখুন ফ্ললেস!
অফবিট
February 16, 2025
রিভিল দ্যা নেক!
February 17, 2025
চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?
February 17, 2025
মসৃণ ত্বকের ‘সিক্রেট’ নাইট টাইম স্কিন কেয়ার রেজিম!
February 17, 2025
ফেসিয়ালের পর যে ৫টি কাজ করবেন না সেগুলো কী?
February 17, 2025
চোখের নিচের যত্ন করুন কোকোনাট মিল্কের সাহায্যে
February 16, 2025
ত্বকের যত্নে ভুল | ৬টি অভ্যাস এড়িয়ে ত্বক রাখুন ফ্ললেস!
February 16, 2025
রিভিল দ্যা নেক!
Related Articles
Check Also
Close
-
প্রতিদিন পাতে এখন কলমি শাক! রক্ত হবে পরিষ্কার, রোগ যাবে দূরেDecember 4, 2024