বাংলায় বিজেপির সাম্প্রতিক ব্যর্থতায় বিরক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দিতে চলেছেন ক্ষুব্ধ শাহ। শাহর সঙ্গে এই ঝটিকা সফরে থাকছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।
একুশের বিধানসভা ভোটে বাংলায় বিজেপির পরাজয়ের পর থেকেই দলের গ্রাফ ক্রমশ নামছে। বুথে সংগঠন নেই, আদি-নব-কোন্দল প্রকট আকার নিয়েছে। এই পরিস্থিতিতে একের পর এক নির্বাচন ও উপনির্বাচনে পরাজয় হয়েছে।
বিভিন্ন সময়ে বাংলায় দলের অবস্থা নিয়ে দিল্লির নেতাদের কার্যত ভুল রিপোর্ট দিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। বঙ্গ নেতাদের ব্যর্থতা ও অযোগ্যতা বারেবারে সামনে এসেছে। দলের মধ্যে বড় অংশ এটা নিয়ে সরবও।
লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির সমস্ত রিপোর্টই জমা পড়েছে অমিত শাহর কাছে। বাংলায় দাঁড়িয়ে লোকসভায় ৩৫ আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি। কিন্তু দলীয় সমীক্ষা এবং মুম্বইয়ের একটি পেশাদার সংস্থার সমীক্ষা রিপোর্ট, এই মুহূর্তে লোকসভা ভোট হলে ৫টি আসনও নিশ্চিত নয়।