বাংলায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিজেপির একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দলের সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতাপাঠ আর ফুটবল খেলার মধ্যে তুমি যদি একটি বেছে নাও, তাহলে ফুটবল খেলা বেছে নাও।” এই বক্তব্যের পর তৃণমূলের তরফে সুকান্ত মজুমদারের সমালোচনা করা হয়েছে।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “স্বামী বিবেকানন্দের বক্তব্যের মূল স্পিরিট, বক্তব্যের মূল অভিমুখ সুকান্ত মজুমদার জানেন না। তিনি বোঝেন না। স্বামী বিবেকানন্দ গীতাপাঠ এবং ফুটবল খেলা নিয়ে যেটা বলেছিলেন, তার সঙ্গে গীতাকে অসম্মান করার কোনও প্রশ্নই নেই।”
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “বিজেপি বার বার বাঙালি মনীষীদের অপমান করে। সুকান্ত মজুমদারও সেই একই কাজ করেছেন। এদের কাছে জবাব চাওয়ার সময় এসেছে। কেন বাঙালি মনীষীদের প্রতি এত অসম্মান? এর জবাব বিজেপিকে দিতেই হবে।”
তৃণমূলের মন্ত্রী শশীখাঁর দাবি, “স্বামীজি বলেছিলেন গীতাপাঠ আর ফুটবল খেলার মধ্যে তিনি বলেছিলেন যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে ফুটবল খেলার জন্য। যদি গীতাপাঠ নাও হয়, ফুটবল অবশ্যই খেলবে, মানসিক ও শারীরিক সুস্থতা রাখার জন্য। কিন্তু বিজেপি সভাপতি যে মন্তব্য করেছেন তা অসম্মানজনক। কারণ তিনি বলেছেন, যাঁরা এমন কথা বলেন তাঁরা পড়াশুনো ঠিক করে করেননি, অল্প শিক্ষিত। তাই আমরা বলি, তাঁর এমন মন্তব্যের নিন্দা করি। আপনাকে ক্ষমতা চাতে হবে। বাংলার আইকন ও মনীষীদের আক্রমণ করাই বিজেপির স্বভাব।”