পরিণীতি চোপড়ার বদলে রশ্মিকা মন্দনাকে ‘অ্যানিম্যাল’ ছবির নায়িকা করার জন্য পরিচালক সন্দীপ বঙ্গাকে ক্ষমা চেয়ে নিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, তিনি ‘অ্যানিম্যাল’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির প্রস্তাব পাওয়ায় তিনি ‘অ্যানিম্যাল’-এ কাজ করতে পারেননি।
পরিণীতির এই অভিযোগের পর সন্দীপ বঙ্গা একটি বিবৃতিতে বলেন, “শুটিং শুরুর প্রায় দেড় বছর আগে পরিণীতির সঙ্গে চুক্তিবদ্ধ হই। কিন্তু ওঁর মধ্যে আমি কখনই গীতাঞ্জলিকে দেখতেই পারি নি। আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয়। পরিণীতি একজন দুর্দান্ত অভিনেত্রী, কিন্তু গীতাঞ্জলির চরিত্রের জন্য ওঁর মধ্যে সেই ‘ফ্লেয়ার’ ছিল না। আমি পরিণীতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”
পরিণীতিও সন্দীপের ক্ষমাপ্রার্থীতা গ্রহণ করেছেন। তিনি বলেন, “পরিণীতি চোপড়ার বদলে রশ্মিকা মন্দনাকে ‘অ্যানিম্যাল’ ছবির নায়িকা করার জন্য পরিচালক সন্দীপ বঙ্গাকে ক্ষমা চেয়ে নিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, তিনি ‘অ্যানিম্যাল’ ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ইমতিয়াজ আলির ‘চমকিলা’ ছবির প্রস্তাব পাওয়ায় তিনি ‘অ্যানিম্যাল’-এ কাজ করতে পারেননি।
পরিণীতির এই অভিযোগের পর সন্দীপ বঙ্গা একটি বিবৃতিতে বলেন, “শুটিং শুরুর প্রায় দেড় বছর আগে পরিণীতির সঙ্গে চুক্তিবদ্ধ হই। কিন্তু ওঁর মধ্যে আমি কখনই গীতাঞ্জলিকে দেখতেই পারি নি। আসলে কিছু কিছু চরিত্র সবার জন্য নয়। পরিণীতি একজন দুর্দান্ত অভিনেত্রী, কিন্তু গীতাঞ্জলির চরিত্রের জন্য ওঁর মধ্যে সেই ‘ফ্লেয়ার’ ছিল না। আমি পরিণীতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।”