বিখ্যাত সুরকার এআর রহমান মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন। তাই তিনি সাধারণত কোনও অনুষ্ঠানে দামি গাড়িতে আসেন না। শনিবার তামিলনাড়ুর নাগাপত্তনমে একটি সঙ্গীত সম্মেলনে রহমান অটো রিকশায় চেপে পৌঁছান।
এই ঘটনা দেখে অনেকেই চমকে গিয়েছেন। রহমানের অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর প্রশংসা করেছেন। তাঁরা বলেছেন, খ্যাতির শীর্ষে চড়েও রহমান নিজের শিকড়কে ভুলে যাননি।
সঙ্গীত সম্মেলনে রহমান একটি লাল পাঞ্জাবি পরেছিলেন। তিনি সেখানে তাঁর গান পরিবেশন করেন। রহমানের গান শুনে দর্শকদের মুগ্ধতা ছিল চোখে পড়ার মতো।
সম্প্রতি রহমান আবু ধাবিতে একটি গান প্রকাশের জন্য উপস্থিত হয়েছিলেন। আরব আমিরশাহির ৫২তম জাতীয় দিবস উপলক্ষে সে দেশের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে রহমান একটি হাসপাতালে ‘সং অফ হোপ’ গানটি পরিবেশন করেন। এই অনুষ্ঠানে রহমানের সঙ্গে অর্কেস্ট্রায় ৫২ জন মহিলা শিল্পী ছিলেন।
এআর রহমান একজন অসামান্য সুরকার। তাঁর গান বিশ্বজুড়ে জনপ্রিয়। তিনি সবসময়ই তাঁর সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চান।