মুম্বইয়ের বিখ্যাত মরাঠা মন্দির সিনেমা হলটি শাহরুখ খানের অনুরাগীদের কাছে তীর্থস্থানের মতো। এই হলে প্রতিদিন দুপুর সাড়ে ১১টায় শাহরুখের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিটি দেখানো হয়। গত ২৮ বছর ধরে এই রীতি চলে আসছে।
কিন্তু চলতি বছর সেই রীতি ভেঙে প্রথমে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’, এবং বছর শেষে ‘ডাঙ্কি’ ছবির শো শুরু হয়েছিল এই হলে। কিন্তু ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারায় এবার ‘ডাঙ্কি’ ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে এই হল থেকে।‘ডাঙ্কি’র জায়গায় এখন ‘সালার’ ছবির শো বাড়ানো হয়েছে। প্রভাসের এই ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। মুক্তির দিনই ১০০ কোটি টাকা আয় করে এই ছবিটি।
শুধু মরাঠা মন্দিরই নয়, মুম্বইয়ের একাধিক সিঙ্গল স্ক্রিনের মালিকরা ‘ডাঙ্কি’-র শো কমিয়ে ‘সালার’-এর শো বাড়িয়েছে।
ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে ব্যবসায়িক সাফল্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।