দেশ-বিদেশে ঘুরে ঘুরে সেখানকার খাবার এবং লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করেন ইউটিউবার কামিয়া জানি। সম্প্রতি ওড়িশায় পৌঁছে সেখানকার সংস্কৃতি নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। সেই ভিডিওতে পুরীর জগন্নাথ মন্দিরে বিজেডি নেতা ভি কে পণ্ডিয়ানের সঙ্গে হেরিটেজ করিডর নিয়ে আলোচনা করেন কামিয়া। এই ভিডিও নিয়েই বিপাকে পড়েছেন তিনি।
ওড়িশার বিজেপি ইউনিট অভিযোগ করেছে, যে ইউটিউবার গোমাংস ভক্ষণের প্রচার করে, সে কীভাবে জগন্নাথ ধামে ঢোকার অনুমতি পেলেন! তারা কামিয়ার বিরুদ্ধে আইপিসির ২৯৫এ ধারায় মামলা দায়ের করার আর্জি জানিয়েছে।
কামিয়া অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কখনই গোমাংস খাননি। তার উদ্দেশ্য হল দেশের সংস্কৃতিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরা। তিনি সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ঘোরার ইচ্ছে রয়েছে।
এই বিতর্ক নিয়ে নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, কামিয়ার বিরুদ্ধে অভিযোগ করা ঠিক হয়নি। তারা বলছেন, কামিয়া একজন পর্যটক হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন। তিনি সেখানে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খেয়েছেন। এতে কোনও অসুবিধা নেই।